![]() |
Smartness |
মনে রাখবেন সাধারণ ভাবে যে বেঁচে থাকে তার বেঁচে থাকার অধিকারও বড় সাধারণ।
নিজের তাপমাত্রা বাড়াতে হবে এটাই মূল কথা।
আর একটা গুরুত্বপুর্ন কথা আমরা স্মার্ট হওয়ার পেছনে আমরা টাকা খরচ করবো খুব কম। কারন আমরা প্রকৃত স্মার্ট হতে চাই।
কথা বলাঃ
- কথা বলায় পরিবর্তন আনুন।
- সবার সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে।
- লজ্জা পাওয়া চলবে না।
- আঞ্চলিকতা পরিহার করুন।
- কথা বলার মাঝে স্টাইল আনুন।
- ইংরেজী বলার চেষ্টা করুন।
- অর্ধেক ইংরেজি বলবেন না। ইংরেজি না পারলে Wow, Exactly, That's right জাতীয় শব্দ গুলো সুযোগ মত মেরে দেন।
- আকর্ষণীয় প্রবাদ, আনকমন জোকস মাথায় রাখুন।
- চলতি নিউজের ডিটেইলস মাথায় রাখবেন।যাতে আড্ডায় আপনাকে শ্রোতা হয়ে না থাকতে হয়।
- বেশি কথা বলবেন না। বেশি বেশি শুনবেন। হালকা পাতলা Economics,পলিটিকস,Women Tenis, Recent Technology এর ব্যাপার স্যাপার মাথায় রাখবেন। এক বার রপ্ত করলে এটি দিয়ে অনেক দিন চালিয়ে দিতে পারবেন।
- হাসিমুখে কথা বলুন। গাম্ভীর্য বজায় রাখুন।পরিচিত কারো সাথে দেখা হলে এমন ভাবে আলাপ চালিয়ে যান যাতে করে ব্যাটা বোঝে যে আপনি আসলেই একটা মাল। কিন্তু যে বিষয় নিয়ে কথা বলবেন অবশ্যই সে ব্যাপারে আপনার বিস্তর নলেজ থাকা চাই।
- কথা বলার সময় আই কন্ট্যাক্ট খুব কাজের। এটি ঠিক থাকলে আপনাকে কনফিডেন্স দেখায়। চাইলে টিএসসি তে একটা শুদ্ধ উচ্চারনের কোর্স করে নিতে পারেন। ৬০০-৭০০ টাকার কোর্স টা সত্যিই কাজের। মনে রাখবেন আপনি কৌশলে যত নিজের সেলফ ব্র্যান্ডিং বা মার্কেটিং করতে পারবেন ততো আপনার দাম বাড়তে থাকবে। আপনার কিছু থাকুক বা না থাকুক কথা কিন্তু হওয়া চাই নিঃশব্দ আগুন।
চলুন সরাসরি দেখে নেয়া যাক যেটি আপনার কাজে লাগবে।
বাংলা ভাষায় বলতে গেলে বলতে হয় আপনার পার্সোনালিটি হতে হবে ইস্পাত ভারী। অন্যের অবর্তমানে তার নামে অন্য ব্যক্তির নিকট কান পড়া দিয়ে সাময়িক মজা নিতে গিয়ে পার্সনালিটি হারাবেন না।
চান্স পেলেই অন্যের প্রশংসা করুন। আপনি প্রশংসা করলে আপনি একদিন না একদিন অবশ্যই সেটা ফেরত পাবেন।
নারীদের সাথে যেচে কথা বলতে যাবেন না। উনারা কথা বলতে আসলে মুচকি হেসে জবাব দিন। তাদের সাথে দয়া করে সস্তা জোকস মারবেন না। নতুন পরিচয়ে পঁচানোর রিস্ক নিবেন না। তাদের সাথে ইন্টেমেসি গড়ার চেয়ে নিজের পারফর্মেন্সের দিকে জোর দিন। ধীরে ধীরে কথা বলবেন,শুদ্ধ ভাষায়।এতে আপনার স্টাইল ফুটে উঠবে।মনে রাখবেন আপনার সুরতের চেয়ে আপনার স্টাইল,কথা বলা,হাসি,চাহনী আপনাকে অধিক গুরুত্বপুর্ন করে তুলবে।
দয়া করে এক জনের কথা আর একজন কে লাগাবেন না।
নারী প্রেমী আমরা সবাই,কিন্তু ভুলেও প্রকাশ করবেন না।
সব সময় পোশাক আশাকে ফিটফাট থাকুন,ট্রেন্ড ফলো করা টা গুরূত্বপুর্ন নয়।
হাটার সময় গোড়ালি আগে ফেলুন।এতে হাটার সৌন্দর্য বৃদ্ধি পায়।
বন্ধুদের সাথে তাল মিলিয়ে অন্যদের পঁচাবেন না,কিন্তু হাসি হাসি ভাব থাকা টা ভালো।
শয়তান না হলে লিডার হওয়া যায় না। সব জায়গায় লিডার হওয়ার দরকার নাই। বিশেষ বিশেষ ক্ষেত্রে লিডারশিপ দেখান যেখান থেকে আপনি আরো এক সিঁড়ি উপরে উঠার চান্স পাবেন। এখেত্রে আপনি আপনার এক্সিসটিং লিডার কে কথা,সুতিক্ষনো যুক্তি,দক্ষতা শো অফ করে চুপ করে বসিয়ে রাখেন।
মনে রাখবেন সবার সামনে আপনার পারফর্মেন্সের সাথে পার্সোনালিটি জড়িত।যদি রেসাল্ট বা কাজ খারাপ হয় তাহলে যতই ভাব মারেন কাজ হবে না।
শেষ কথা হল "শহরে সাকিব কিং খান অনেক আছে কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কমই আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন