বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

কবিতা: আমি আজীবন ভুল করে গিয়েছি



আমি আজীবন ভুল করে গিয়েছি
ওয়াহিদ হায়দার

আমি আজীবন শুধু ভূলকরে গিয়েছি...
রাত্রির কাছে সূ্র্ষ্যচেয়েছি ।
দিনের কাছে চেয়েছি চাঁদ ।
পঙ্গুর দিকে হাত বাড়িয়েছি,
ধরার জন্য মোর হাত ।
আমি আজীবন শুধু ভূলকরে গেছি...
মায়ের কাছে গিয়েছি,
মামা বাড়ীর গল্প শুনাতে ।
স্বপ্নহীনার কাছে দিয়েছি,
আমার স্বপ্ন বুনাতে ।
আমি আজীবন শুধু ভূল করে গেছি...
সূর্য্যের কাছে চেয়েছি জোৎস্না ।
তোমার স্বার্থ বাদির কাছে,
আঁকতে দিয়েছি আমার জীবনের আল্পনা।
আমি আজীবন শুধু ভূলকরে গেছি....
পানির স্রোত দেখতে চেয়েছি,
নরদোমা, ডোবার কাছে,
আমি হৃদয় চেয়েছি,
তোমার মত এক হৃদয় হীনার কাছে ।
আমি আজীবন শুধু ভূলকরে গিয়েছি....
বরফের কেছে গিয়েছি,
গরমের তাপ বুঝতে ।
তোমার মত হৃদয়হীনা কাছে,
গিয়েছি ভালোবাসা খুজতে ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেস্টুরেন্ট_HD