স্বর্গের এক পরমাণু
প্রভা পলি
ধরাটাকে পায়ে সরা করে করে চলে যে জননী
আর কিছু নয় সন্তান তার দুই নয়নের মনি
মায়াজালে ভরা এই পৃথিবীর রূপে বেহেশত দূত
যুদ্ধ করে দখলের ত্বরে হারুত ও মারুত -
একজোট সব শক্তিশালীরা দুর্বল মরে ধুকে
ধন ভাগ করে ধনিরা সবাই রয়েছে দারুণ সুখে
ক্ষমতা পেতে লাগে জনতা লংকায় সব রাবণ
একই ভাবে ঘোরে সব দেশে চাকা প্রয়োজনে বাঁধে রণ -
দুপায়ের নীচে পড়ে মানবতা করছে আর্তনাদ
ক্ষমতা দিয়েই ক্ষমতা দখল সব মমতাই বাদ
সন্তান নিয়ে বড় অসহায় সব জননীর দল
হাতে বুকে কাঁধে প্রিয় সন্তান তাহাদের সম্বল
পিতৃত্বে পুরুষ প্রজাতি দায় বিমোচনে নয়
নারীর কাছে তা নাড়ী কাটা ধন সৃষ্টির বিস্ময়
মানবতা থাকে তার হাতে তাই সন্তান থাকে বুকে
উন্নত শিরে বিশ্বে দাঁড়িয়ে হাসে নারী সুখে দুখে -
যুদ্ধ মানেই মৃত পুরুষেরা শহিদি খেতাব পায়
নারী ও শিশুর পরে চলে থাকে কত বড় অন্যায়
হায় মানবতা ফিরে এসে তুমি ভূবনটা ভরে দাও
না হলে প্রভু তোমার জগৎ তুমিই ফিরিয়ে নাও -।।
আর কিছু নয় সন্তান তার দুই নয়নের মনি
মায়াজালে ভরা এই পৃথিবীর রূপে বেহেশত দূত
যুদ্ধ করে দখলের ত্বরে হারুত ও মারুত -
একজোট সব শক্তিশালীরা দুর্বল মরে ধুকে
ধন ভাগ করে ধনিরা সবাই রয়েছে দারুণ সুখে
ক্ষমতা পেতে লাগে জনতা লংকায় সব রাবণ
একই ভাবে ঘোরে সব দেশে চাকা প্রয়োজনে বাঁধে রণ -
দুপায়ের নীচে পড়ে মানবতা করছে আর্তনাদ
ক্ষমতা দিয়েই ক্ষমতা দখল সব মমতাই বাদ
সন্তান নিয়ে বড় অসহায় সব জননীর দল
হাতে বুকে কাঁধে প্রিয় সন্তান তাহাদের সম্বল
পিতৃত্বে পুরুষ প্রজাতি দায় বিমোচনে নয়
নারীর কাছে তা নাড়ী কাটা ধন সৃষ্টির বিস্ময়
মানবতা থাকে তার হাতে তাই সন্তান থাকে বুকে
উন্নত শিরে বিশ্বে দাঁড়িয়ে হাসে নারী সুখে দুখে -
যুদ্ধ মানেই মৃত পুরুষেরা শহিদি খেতাব পায়
নারী ও শিশুর পরে চলে থাকে কত বড় অন্যায়
হায় মানবতা ফিরে এসে তুমি ভূবনটা ভরে দাও
না হলে প্রভু তোমার জগৎ তুমিই ফিরিয়ে নাও -।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন