তখন তো বললে, গাছতলায় থাকতে পারবে
এখন কেন দালানকোঠা চাও?
তখন তো বললে, দুমুঠো ভাত হলেই বেশ চলবে
এখন কেন খাসির মাথা না পেয়ে আমার কলিজা চিবাও?
তখন তো বললে, ছেড়া কাপড়েই কাটাবে দিন, সুখেই কাটবে যামিনী
এখন কেন কাপড় কিনতে আমার পকেট খসাও?
তখন তো বললে, মরে গেলেও আগলে রাখবে বুকে
এখন কেন ধরলে তোমায়, বিতৃষ্ণা ছুড়ে দাও?
তখন তো বললে, কিছুই আমায় করতে হবেনা, করবে সবই তুমি
এখন কেন আমাকে দিয়ে সব করিয়ে কাতলা মাছের মত ঘুমাও?
তখন তো বললে, তোমার চোখে পৃথিবীতে আমিই সর্ব শ্রেষ্ঠ
এখন কেন উতকৃষ্ট সবে আর নিকৃষ্ট আমাকে বানাও?
তখন তো বললে, তুমি আর আমি, আর কেউ নয়, এমন পৃথিবী চাই
এখন কেন বন্ধু জোটাতে দুনিয়া চষে বেড়াও?
তখন তো বললে, লক্ষ্মী হয়ে চুপটি করে থাকবে আমার পাশে
এখন কেন দাজ্জাল হয়ে দিবারাত্রি আবির্ভূত হও?
তখন তো বললে, বাবু ঘুমিয়ে গেলে বুকে রাখবে আমায়
এখন কেন বাবুই সব, বাবুর বাবা কেবলই ফাও?
তখন তো বললে, আমার জন্য হেন করবে তেন করবে
এখন কেন ভুলে গিয়ে সব নাকে দড়ি দিয়ে ঘুরাও?
কেন কেন কেন কেন কেন কেন কেন?
সর্বনাশী, মায়াবিনী, তুই যে পাষাণী
তোর মনেতে নাইরে মায়া
আগে বুঝিনি!
তখন তো বললে, দুমুঠো ভাত হলেই বেশ চলবে
এখন কেন খাসির মাথা না পেয়ে আমার কলিজা চিবাও?
তখন তো বললে, ছেড়া কাপড়েই কাটাবে দিন, সুখেই কাটবে যামিনী
এখন কেন কাপড় কিনতে আমার পকেট খসাও?
তখন তো বললে, মরে গেলেও আগলে রাখবে বুকে
এখন কেন ধরলে তোমায়, বিতৃষ্ণা ছুড়ে দাও?
তখন তো বললে, কিছুই আমায় করতে হবেনা, করবে সবই তুমি
এখন কেন আমাকে দিয়ে সব করিয়ে কাতলা মাছের মত ঘুমাও?
তখন তো বললে, তোমার চোখে পৃথিবীতে আমিই সর্ব শ্রেষ্ঠ
এখন কেন উতকৃষ্ট সবে আর নিকৃষ্ট আমাকে বানাও?
তখন তো বললে, তুমি আর আমি, আর কেউ নয়, এমন পৃথিবী চাই
এখন কেন বন্ধু জোটাতে দুনিয়া চষে বেড়াও?
তখন তো বললে, লক্ষ্মী হয়ে চুপটি করে থাকবে আমার পাশে
এখন কেন দাজ্জাল হয়ে দিবারাত্রি আবির্ভূত হও?
তখন তো বললে, বাবু ঘুমিয়ে গেলে বুকে রাখবে আমায়
এখন কেন বাবুই সব, বাবুর বাবা কেবলই ফাও?
তখন তো বললে, আমার জন্য হেন করবে তেন করবে
এখন কেন ভুলে গিয়ে সব নাকে দড়ি দিয়ে ঘুরাও?
কেন কেন কেন কেন কেন কেন কেন?
সর্বনাশী, মায়াবিনী, তুই যে পাষাণী
তোর মনেতে নাইরে মায়া
আগে বুঝিনি!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন